বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশের অভিযানে বুধবার সকালে আমিনুল ইসলাম ওরফে তোফায়েল ওরফে তুফান নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের টানোয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুল ইসলাম ওই গ্রামের জামসেদ মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আমিনুলের বিরুদ্ধে ‘অভ্যাসগত’ চুরির মামলা হয়। এ মামলা সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিলো। আদালতে গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে বুধবার বেলা ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:০০