শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। গত ৭ দিনে শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ১৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৬ জন ডেঙ্গু রোগী।এর মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা হলেন নাভারন ইসলাম পুর গ্রামের সালমা খাতুন (৬০), শিয়ালঘোনা গ্রামের জাহানারা কেগম(৬০), সাতমাইল গ্রামের মেহেদী হাসান(২১), ঝিকরগাছার বায়সা গ্রামের আজমল হোসেন(২৪), নাভারন বাজারের নাজমুল হোসেন (২২) ও দক্ষিন বুরুজবাগান গ্রামের তন্নি(৩)। । তবে এখনও পর্যন্ত শার্শা উপজেলায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৮ জন রোগী ডেঙ্গু জ¦রে আক্রান্ত আছেন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন ।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ ইউছুপ আলী জানান, জানান, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে তা প্রতিরোধ করতে হবে। ডাক্তার ইউছুপ আলী বলেন, সাধারন মশা নয় এডিস মশা ডেঙ্গু রোগের জীবানু বহন করে।সে কারনে ডেঙ্গু প্রতিরোধে বসত বাড়ির আশেপাশে খালি পাত্রে বা ড্রেনে যাহাতে পানি জমতে না পারে, পাড়ির পাশে আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করতে হবে। যাহাকে এডিস মশা ডিম পাড়তে না পারে। তিনি সাধারন যে কোন জ¦রে আক্রান্ত হলে আক্রান্ত রোগীদেও দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আসার জন্য আহবান জানান।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০