শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা শহরের কুরপাড় মাষ্টার বাড়ি এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রী জেসমিন আক্তার পান্না (১৬) নিহত হয়েছেন। এ সময় ওই ছাত্রীর মামাত ভাই মোটরসাইকেল চালক শরীফ মিয়া (২৪) আহত হন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কান্দি গ্রামের মো. মস্তু মিয়ার মেয়ে কান্দি আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার পান্নাকে নিয়ে মোটরসাইকেলে করে মামাত ভাই শরিফ মিয়া বুধবার দুপুরে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন। জেলা শহরের কুরপাড় মাস্টার বাড়ি এলাকায় পৌছলে পেচন থেকে একটি ট্রক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে দুইজনেই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তংব্যরত চিকিৎসক জেসমিন আক্তার পান্নাকে মৃত ঘোষণা করেন। শরীফ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার এসআই ফরিদ আহমেদ জানান, পান্না তার মামাত ভাইয়ের সাথে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে শহরে যাচ্ছিলেন। পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এসময় মোটরসাইকেলে থাকা পান্না ছিটকে পড়ে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩