ডেস্ক নিউজ : চশমা চোখে দিয়ে নামাজ
প্রশ্ন : চশমা চোখে দিয়ে নামাজ আদায় করা যাবে কি?
-আবদুস সোবহান, শ্যামলী, ঢাকা
উত্তর : চশমা চোখে দিয়ে সেজদা করলে যদি কপাল ও নাক যথাযথভাবে জমিনে লাগানো যায় তবে চশমা চোখে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি চশমার কারণে জমিনে নাক রাখা না যায় তাহলে বিশেষ ওজর ছাড়া এ ধরনের চশমা পরে নামাজ আদায় করা যাবে না। জেনে রাখা প্রয়োজন যে, বিনা ওজরে নাক জমিনে না লাগিয়ে সেজদা করা মকরুহ তাহরিমি। আল বাহরুর রায়েক : ১/৩১৭
কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৪