বেশ কয়েক দিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল তার। তবে হঠাৎই হার্ট অ্যাটাক হয়। সোমবার বিকেলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো দিন একমো সাপোর্টে রাখা হয়। পরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। এরপর মঙ্গলবাল রাতে প্রয়াত হন তিনি।
তিন দশকের বেশি সময় দক্ষিণী ছবির সঙ্গে যুক্ত ছিলেন সিদ্দিকি। মূলধারার বাণিজ্যিক ছবিতে তিনি সিদ্ধহস্ত।‘রামাজি রাও স্পিকিং’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি। এর পর ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’-র মতো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। হিন্দিতে খুব বেশি ছবি না করলেও প্রথম ছবিই হিট।
বলিউডে তার অভিষেক হয় ‘হালচাল’ ছবির মাধ্যমে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবির চিত্রনাট্যকার ছিলেন তিনি। তারপর ২০১১ সালে সালমান খান, কারিনা কাপুর অভিনীত ‘বডিগার্ড’ ছবি পরিচালনা করেন। তার পরিচালিত শেষ ছবি মোহনলাল ও আরবাজ খান অভিনীত ‘বিগ ব্রাদার’।
তার মৃত্যুর খবরে শোকগ্রস্ত দক্ষিণী ছবির জগৎ। পরিচালকের প্রয়াণের খবরে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিনেতা দুলকর সালমান। শোক প্রকাশ করেন অতুল অগ্নিহোত্রী ও মোহনলালরা।