বিনোদন ডেস্ক : স্বামী শরিফুল রাজের সঙ্গে মাস দুয়েক ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না চিত্রনায়িকা পরীমণির। তারা দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এও জানিয়েছেন, তাদের এক হবার আর কোনো সম্ভাবনা নেই।
হঠাৎ চাউর হয়, স্বামী শরিফুল রাজের ওপর ক্ষিপ্ত হয়ে সন্তানের নাম বদলে ফেলেছেন পরীমণি! সোশ্যালে কখনো ছেলেকে ‘পদ্ম’ কখনো ‘পুণ্য’ নামে ডাকছেন নায়িকা। তবে নায়িকা জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘নাম বদলানোর কিছুই নাই।’
তিনি আরও বলেন, ‘আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। তাই তো বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।’
আগামী ১০ আগস্ট পরীমণি ও রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের এক বছর পূর্ণ হবে। দিনটি উপলক্ষে পরী নানা আয়োজনে ব্যস্ত। বছরপূর্তির এই অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে পরিচিতজন ও বন্ধুবান্ধবদের দাওয়াত পর্বও শেষ করেছেন। তবে এখন পর্যন্ত ছেলের জন্মদিন নিয়ে রাজের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানান নায়িকা। এমনকি শরীফুল রাজকে ছেলের জন্মদিনের আয়োজনে দেখতেও চান না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন পরীমণি।
কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫২