আন্তর্জাতিক ডেস্ক : নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেয়া উচ্ছেদ নোটিশ স্থগিত করেছে আদালত। এর ফলে জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমি নিয়ে কোনও রকম হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী।
সোমবার (৭ আগস্ট) সিউড়ি আদালতে মামলার শুনানিতে জেলা আদালতের বিচারক বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ দেন।
অর্থাৎ বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির জমিতে হস্তক্ষেপ করতে পারবে না। ফলে জমি নিয়ে গত এপ্রিল থেকে শুরু হওয়া বিতর্কে সাময়িক স্বস্তি পেলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।
চলতি বছরের ১৯ এপ্রিল রাতে নোটিশ জারি করে বিশ্বভারতী জানায়, অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখলে রেখেছেন। ওই জমি বিশ্বভারতীর এবং তা দখল করে রাখা যাবে না জানিয়ে ১৫ দিনের মধ্যে সেই জমি খালি করার নির্দেশ দেয়া হয় অমর্ত্য সেনকে।
বিশ্বভারতীর এই নোটিসের উপর স্থগিতাদেশ চেয়ে সিউড়ি জেলা জজ আদালতের দ্বারস্থ হন নোবেলজয়ীর আইনজীবীরা। আগেও কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে মামলাটি নিম্ন আদালতকে শোনার জন্য নির্দেশ দিয়েছিলেন।
কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪৯