আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের কাছে বৈশ্বিক তেল বাণিজ্যের পথ নিয়ে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে প্রায় তিন হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। দুটি যুদ্ধজাহাজে চড়ে সুয়েজ খাল দিয়ে গত রবিবার লোহিত সাগরে প্রবেশ করে মার্কিন সেনারা।
গতকাল সোমবার (০৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মার্কিন নৌবাহিনী। তারা জানায়, ইরান একের পর এক তেলের ট্যাংকার জব্দ করার প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কাছে মার্কিন সেনা মোতায়েনের উদ্যোগকে আঞ্চলিক অস্থিরতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে।
যদিও ওয়াশিংটনের দাবি, গত দুই বছরে বিভিন্ন দেশের পতাকাবাহী প্রায় ২০টি জাহাজ আটক করেছে অথবা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে ইরান।
এ নিয়ে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ওয়াশিংটনের স্বার্থ রক্ষাই সেনা মোতায়েনের উদ্দেশ্য। এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কখনও নিরাপত্তা তৈরি করেনি।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নিশ্চিত যে পারস্য উপসাগরের দেশগুলো তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১২