আন্তর্জাতিক ডেস্ক : ৪০ কেজি ওজনের এক একটি পনির। গোলাকার আকৃতির এই পনির পারমেজান চিজের মতোই, নাম তার গ্রানা পাডানো। শক্ত ধরনের এই চিজের নিচে পরে ইতালিতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা বিবিসি নিউজ।
গিয়াকোমো চিয়াপ্পারিনি নামের ওই ব্যক্তির বয়স ৭৪ বছর। দমকলকর্মী আন্তোনিয়ন দুসি এএফপিকে জানান, স্থানীয় সময় রবিবার ইতালির লোমবারডি অঞ্চলে চিয়াপ্পারিনির গুদামে একটি শেলফ ভেঙে তার উপর পড়ে যায়। এ সময় হাজার হাজার চিজ হুইলের নিচে চাপা পড়েন তিনি।
চিয়াপ্পারিনির লাশ খুঁজে পেতে ১২ ঘন্টা সময় লেগেছে বলে জানান আন্তোনিয়ন দুসি। হাজার হাজার চিজ হুইল একসঙ্গে পড়ে যাওয়ার ফলে সেখানে ডমিনো ইফেক্ট তৈরি হয়।
একজন স্থানীয় বাসিন্দা ইতালীয় গণমাধ্যমকে জানান, কিছু কিছু চিজ প্রায় ৩৩ফুট উপর থেকে পড়েছে। এত উপর থেকে পরার ফলে ধসের শব্দ “বজ্রপাতের মতো” শোনা গিয়েছিলো।
এসব চিজ পরে যাওয়ার কারণে সৃষ্ট ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ মিলিয়ন ইউরো বলে জানানো হয় প্রতিবেদনে।
ইতালির মিলান থেকে ৫০ কিলোমিটার পূর্বে, রোমানো দি লোমবারডিয়াতে চিয়াপ্পারিনির গুদামে গ্রানা পাডানো নামক এক ধরনের শক্ত চিজের ২৫,০০০ হুইল সংরক্ষিত ছিল। অনেকটা পারমেজানের মতোই এই চিজটি ইতালিতে খুবই জনপ্রিয়।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪০