আন্তর্জাতিক ডেস্ক : মার্ভেল কমিক্সের চরিত্র স্পাইডারম্যানকে নিয়ে শিশুদের আগ্রহের কোনো শেষ নেই। স্পাইডারম্যান হতে সেই ধরণের পোশাক পরেই অনেকে পূরণ করেন সেই স্বপ্ন। তবে সবকিছু ছাপিয়ে গেছে বলিভিয়ার ৮ বছরের এক বালক। প্রিয় সুপারম্যান হওয়ার জন্য ব্ল্যাক উইডো নামের বিপজ্জনক এক মাকড়সার কামড় খায় সে স্বেচ্ছায়। আর এতেই শিশুটির ঠাঁই হয়েছে হাসপাতালে। মধ্য বলিভিয়ার অরুরা শহরের ধারের জনপদ ভিচুলমায় ঘটে ঘটনাটি।
জানা যায়, বাড়ির পাশের একটি নদীর ধারে খেলছিল ওই শিশুটি। এ সময়ই বড় একটি পাথরে ব্ল্যাক উইডো মাকড়সাটিকে দেখতে পায় সে। এটা যে বিষধর এক মাকড়সা আর তাকে কামড়ালে কী সমস্যা হতে পারে, তা চিন্তা না করেই হাতে তুলে নেয় সে। স্পাইডারম্যান হওয়ার চেষ্টায় মাকড়সার কামড়ও খায় সে।
বাড়িতে ফিরতেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করে বালকটি। সেই সঙ্গে মাংসপেশিতে খিঁচুনি ওঠে তার। শুরুতে বাচ্চাটা তার মাকে এ বিষয়ে কিছু বলেনি। তবে একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে মাকে জানায়, রঙিন একটা মাকড়সা তাকে কামড় দিয়েছে।
দ্রুত পার্শ্ববর্তী একটি শহরের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় তাকে। সেখান থেকে তাকে ডি ডিওস হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
শিশুটা যে স্পাইডারম্যানের বড় এক ভক্ত, সেটা নিশ্চিত করেছে শিশুটির মা। তবে সে যে ‘মার্ভেলে’র সুপারহিরোর মতো কিছু একটা করে বসবে তা কল্পনাও করেননি তিনি। কমিক সুপারহিরো স্পাইডারম্যানের মূল কাহিনিতে বলা হয়, হাইস্কুল পড়ুয়া কিশোর পিটার পার্কার তার অসাধারণ ক্ষমতা অর্জন করে তেজস্ক্রিয় এক মাকড়সার কামড় খাওয়ার পর।
সৌভাগ্যক্রমে মাকড়সার কোন প্রজাতিটি শিশুটিকে কামড়েছে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকেরা সঠিক অ্যান্টিভেনম দিলে আধ ঘণ্টার মধ্যে তার অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়।
সূত্র: নিউজউইক।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৭