আন্তর্জাতিক ডেস্ক : ১০ বছর ধরে গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। বাদ দেননি কোনও দেশ। কিন্তু এক বারের জন্যেও বিমানে ওঠেননি। এমনই অসাধ্যসাধন করেছেন ৪৪ বছর বয়সি থর পি়ডারসন নামে এক ব্যক্তি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে উঠে এসেছে এ ঘটনা। বিশ্বভ্রমণের এক দশক উদযাপনে মালদ্বীপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করে জানান তার জীবনের উদ্দেশ্য।
আনন্দবাজার জানায়, ২০১৩ সালের অক্টোবর মাসে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন থর। তার উদ্দেশ্যেই ছিল বিমানে না চেপে পৃথিবী ঘোরা। সেই কারণেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতেন জাহাজে করে।
তবে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য অনেক কিছু ছাড়তে হয়েছে পিডারসনকে। পরিবার, চাকরি, বন্ধুবান্ধব এমনকি প্রেমিকাও। সব পিছুটান ছেড়েছুড়েই পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তিনি।
তবে এমন পৃথিবী ভ্রমনেও মাঝেমাঝে প্রতিকূলতা এসেছে তার জীবনে। জাহাজে করে কানাডা যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে ভয়াবহ ঝড়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ ছাড়া আরও প্রাকৃতিক দুর্যোগ ছা়ড়াও আরও অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। আরও অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে পৃথিবী ঘোরার নেশায় সমস্ত বাধা পেরিয়েছেন।
এই দীর্ঘ বিশ্ব ভ্রমণে পিডারসনের তিনটি লক্ষ্য ছিল। প্রতিটি দেশে অন্তত একদিন থাকবেন, প্রতি দিন নিজের জন্য ২০ ডলারের বেশি খরচ করবেন না এবং পৃথিবী না ঘোরা পর্যন্ত দেশে ফিরবেন না। তাঁর লক্ষ্য পূরণ করতে পেরে খুশি বলে জানান পিডারসন।
চলতি বছরের মে মাসে থরের পৃথিবী ভ্রমণের ১০ বছর পূর্ণ হয়। তা উদযাপন করতে মালদ্বীপে যান তিনি। সেখান থেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন ছবি। আপাতত সে দেশেই কিছু দিন কাটানোর পরিকল্পনা তাঁর।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৩