আন্তর্জাতিক ডেস্ক : মণিপুরে চলমান সহিংসতার জেরে ভারতের লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংসদের বাদল অধিবেশনে শুরু হয় এই আলোচনা।
অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের এ প্রস্তাবকে- শেষ বলে ছক্কা মারার চেষ্টা বলে উল্লেখ করেছেন।
মনিপুরে সহিংসতার ঘটনায় সম্প্রতি পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে বিবৃতি দেয়ার দাবি জানায়। মোদি সরকার তাতে রাজি না হলে গেল ২৬ জুলাই অনাস্থা প্রস্তাব ডাকে বিরোধী জোট।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৮