সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

 নেতৃত্ব শূন্যতায় রাজশাহী জেলা ছাত্রদল

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮১৬ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : দীর্ঘ দিন থেকে কোনো কমিটি না থাকায় নেতৃত্ব শূন্য হয়েছে পরেছে রাজশাহী জেলা ছাত্রদলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার সর্বশেষ কমিটি গঠন করা  হয়েছিল ২০১৬ সালের ১৪অক্টোবর, ৩২৬ সদস্য বিশিষ্ট কমিটির ১৪ সদস্যর আংশিক পূণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২বছর মেয়াদি সেই কমিটি এখন ৭বছর অতিক্রম করে ৮বছরে চলমান রয়েছে প্রায় ২ বছর পূর্বে রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার আমিন বিপুল-কে ভারপ্রাপ্ত সভাপতি এবং ৪নং যুগ্ম সম্পাদক আরেফিন কনক-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা হয়। 

পরবর্তী সময়ে ১বছর পরে রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরেফিন কনক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পদায়ন হলে অভিভাবকহীন হয়ে পড়ে রাজশাহী জেলা ছাত্রদল।এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কুইক নিউজ কে বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশ ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ভাই কে গ্রেফতারের কারণে এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচির কারণে রাজশাহী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিলম্ব হয়েছে আগস্ট মাসের মধ্যে রাজশাহী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী ছাত্রদলের  একাধিক নেতা বলেন, নতুন কমিটির জন্য ডর্জন খানেক  নেতাকর্মী থাকলেও কোন কমিটি না হওয়ায় আমাদের কাছে খোবপ্রকাশ করেন রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, পৌরঃ ছাত্রদলের নেতাকর্মীরা, কমিটি না হওয়ায় রাজশাহী জেলা ছাত্রদলের মধ্যে  বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে রাজশাহী জেলা ছাত্রদলের কমিটি না থাকার কারনে  ছাত্রদলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা দ্বিধা দ্বন্দ্বে বিভ্রান্তির  মধ্যে রয়েছে। তারা আরও বলেন রাজশাহী জেলা ছাত্রদলের বেশ কিছু উদীয়মান ছাত্রনেতা আছে যারা রাজশাহী জেলা ছাত্রদলে পদপ্রত্যাশী প্রায় ডর্জন খানেক নেতা, কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করে নতুন কমিটি গঠনের জোর চেষ্টা চালাচ্ছে। পদপ্রত্যাশীদের মধ্যে  যাদের নাম সোনা যাচ্ছে তারা হলেন, রাজশাহী জেলা ছাত্রদলের  ৭নং যুগ্ম সম্পাদক, এস‌.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সভাপতি পদ প্রত্যাশী, আরও আছেন বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন অন্তরসহ রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী।সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা হলেন মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রুবেল, পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলামিন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, দপ্তর সম্পাদক নূরে আল-আসাস, সহ দফতর সম্পাদক নাজমুল হোসেন, বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মতলেব হোসেন, কাটাখালি পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সহ আরো অনেকেই।

 

 

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit