নাম প্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী ছাত্রদলের একাধিক নেতা বলেন, নতুন কমিটির জন্য ডর্জন খানেক নেতাকর্মী থাকলেও কোন কমিটি না হওয়ায় আমাদের কাছে খোবপ্রকাশ করেন রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, পৌরঃ ছাত্রদলের নেতাকর্মীরা, কমিটি না হওয়ায় রাজশাহী জেলা ছাত্রদলের মধ্যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে রাজশাহী জেলা ছাত্রদলের কমিটি না থাকার কারনে ছাত্রদলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা দ্বিধা দ্বন্দ্বে বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা আরও বলেন রাজশাহী জেলা ছাত্রদলের বেশ কিছু উদীয়মান ছাত্রনেতা আছে যারা রাজশাহী জেলা ছাত্রদলে পদপ্রত্যাশী প্রায় ডর্জন খানেক নেতা, কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করে নতুন কমিটি গঠনের জোর চেষ্টা চালাচ্ছে। পদপ্রত্যাশীদের মধ্যে যাদের নাম সোনা যাচ্ছে তারা হলেন, রাজশাহী জেলা ছাত্রদলের ৭নং যুগ্ম সম্পাদক, এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সভাপতি পদ প্রত্যাশী, আরও আছেন বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন অন্তরসহ রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী।সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা হলেন মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রুবেল, পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলামিন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, দপ্তর সম্পাদক নূরে আল-আসাস, সহ দফতর সম্পাদক নাজমুল হোসেন, বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মতলেব হোসেন, কাটাখালি পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সহ আরো অনেকেই।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৬