স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৮ সদস্যের সেই স্কোয়াডে চমক রয়েছে বেশ কিছু।
বিশেষ করে কখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা লেগ স্পিনার তানভির সাঙ্ঘা ও অনভিজ্ঞ অলরাউন্ডার অ্যারন হার্ডির অন্তর্ভুক্তি বেশ চমক হয়ে এসেছে। টেস্টের তারকা ক্রিকেটার মার্নাস লাবুশেনের জায়গা হয়নি প্রাথমিক স্কোয়াডেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবারই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে, যা পরে ১৫ সদস্যে নামিয়ে আনা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ভারতের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলটাই এই দুই সিরিজে খেলবে।
অ্যাশেজে পাওয়া কবজির চোট অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ৬ সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তাকে অধিনায়ক করেই ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের তিন টি-টোয়েন্টি সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। ৩০ আগস্ট ডারবানে প্রথম ম্যাচ। সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে সিরিজের শুরুতেও কামিন্সকে না পাওয়া গেলে মার্শই নেতৃত্ব দেবেন।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াডে নেই মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগাররা। তারা সবাই ওয়ানডে দলে যোগ দেবেন।
টি-টোয়েন্টি সিরিজ খেলেই পিতৃত্বকালীন ছুটিতে যাবেন গ্লেন ম্যাক্সওয়েল। তাই ওয়ানডে দলে নেই তিনি। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আর দুই মাস পরই বিশ্বকাপ। তার আগে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলব। ফলে এই ১৮ জনের দল আপাতত আগামী সিরিজ খেলবে। সেখান থেকেই সব মূল্যায়ন করা হবে। যদিও এই দলের অনেকেরই চোটে রয়েছে। ফলে আমরা আশাবাদী তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল (দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরের জন্যও)
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৬