আমাদের গ্রাম
——————-
সাঁকোর ওপারে স্বচ্ছ সবুজ গ্রাম
নিকোনো আঙিনা জারুল গাছ
বিসম্বাদহীন গৃহস্হালী,
বাবার হাতে বাজারের থলি,
ক্ষুদে বোনটির হাসিহাসি মুখ,
অপেক্ষমান মাতৃস্নেহ, বাতাসে বাঁশীর সুখ!!
সাঁকোটা পেরুবো বলেই সূদীর্ঘ পথ এতটা কাল….
এতটা রৌদ্রতপ্ত দিন,
রবীন্দ্রনাথ কার্ল মার্কস ডারউইন
অবিশ্রান্ত শ্রম ঘামের শরীর,
বঙ্গবন্ধুর তর্জনি, উনিশ শ’ একাত্তর
‘ছায়া সুনিবিড় শান্তির নীড়’
ঐ গ্রামে যাবো…. যাবো বলেই
বিপুল ব্যাপক মহা আয়োজন
বিধবা ভাতা, রেশন কার্ড,
বিদ্যুত প্রভা, ব্রীজ কালভার্ট
ইত্যাদি ইত্যাদি!
আশা আশংকায় সাঁকোটা দুলছে
বৈরী বাতাসে হেলছে দুলছে
দুলছে দুলুক, দুলছে দুলুক
বুক ধুকপুক ঐ পাড়ে যাবো….
আর ক’টা দিন বেঁচে গেলে হয়!
আর ক’টা দিন বেঁচে গেলে হয়
শোধিতে পিতৃ-ঋন
দেখে যেতে চাই স্বপ্নের গ্রাম,
শুধু একটা জন্মদিন!
কবি পরিচিতিঃ মানিক চৌধূরী একজন উন্নয়ন সহযোগী। কুড়িগ্রাম জেলার অন্যতম বেসরকারি সংস্থা ”জীবিকা”র প্রধান নির্বাহী। সাহিত্যের প্রতি তার অপরিসীম অনুরাগের বহিঃপ্রকাশে মাঝে মাঝে তিনি লিখে থাকেন। আজকের লেখাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।
কিউএনবি/নাহিদা/০৫.০৮.২০২৩/রাত ১১.১৫