আন্তর্জাতিক ডেসক : মার্কিন কংগ্রেসে ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রস্তাব করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস ম্যান আল গ্রিন এই প্রস্তাবটি রাখেন। প্রস্তাবটি সমর্থন করেন ইলহান ওমর, রাশিদা তালিব ও কংগ্রেস ম্যান আন্দ্রে কারসন। ইউরোপের একাধিক দেশে অথবা সারা বিশ্বে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা এবং ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর যে চেষ্টা চলছে তা থেকে ইসলামকে আলাদা করতেই এই উদ্যোগ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানায়, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসে গত ২৮ জুলাই প্রস্তাবটি উত্থাপন করা হয়। এই প্রস্তাবের লক্ষ্য ছিল মার্কিন সমাজে ইসলামি মূল্যবোধ ও বিশ্বাস আরও বাড়ানো, ইসলাম ধর্ম বিষয়ে বোঝাপড়া এবং এই ধর্মের প্রতি জনসাধারণের সম্মানের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা।
এতে আরও বলা হয়, পবিত্র কুরআন ইসলামের মৌলিক ধর্মগ্রন্থ এবং মুসলমানরা এটিকে তাদের ঐশ্বরিক হেদায়েতের বই বলে মনে করে। এছাড়া ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ধর্ম। বিশ্বব্যাপী আনুমানিক ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী এবং এর মধ্যে ৩৫ লাখ মুসলমান মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে।
কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫০