বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সরকারের অধীনে নিশি রাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর পার্লামেন্ট বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে। তারেক রহমান ও তার স্ত্রী বিরুদ্ধে আদালতের রায়ের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এই মামলা ও এই রায় সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার এই ধরনের সাজাগুলো দিচ্ছে।


























