স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ক্রীড়া বিশ্লেষকরা বিভিন্ন দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রাও বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। ম্যাকগ্রার মতে স্বাগতিক ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাকগ্রা বলেন, টুর্নামেন্টের সেরা চারটি দলে আমি চার নম্বরে অস্ট্রেলিয়াকে রাখছি। এতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। ভারত নিজেদের ঘরের মাঠে খেলছে তাই স্বাভাবিকভাবে তারা এগিয়ে থাকবে। ইংল্যান্ড ভালো খেলছে সঙ্গে পাকিস্তানও রয়েছে। তাই এই চারটি দল সেরা।
এর আগে সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ান মরগানও একই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবারের বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট নিয়ে। তার তালিকাতেও ছিল ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩৫