স্পোর্টস ডেস্ক :কব্জির চোটে পড়া প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে আসন্ন দুটি সিরিজে নেতৃত্ব দিতে পারবেন না। এমন খবর দিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড।
ভারতের সঙ্গে ৮ অক্টোবর বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে ভারতের সঙ্গেই তিন ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ২২-২৭ সেপ্টেম্বর। তার আগে ৩০ আগস্ট থেকে শুরু দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচগুলোতে কামিন্সকে পাবে না অস্ট্রেলিয়া।
ওভালে অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিন কব্জিতে চোট পান কামিন্স। ম্যাচের বাকিটা কব্জিতে ব্যান্ডেজ বেধে খেলেন তিনি। ব্যাট করার সময়ও ওই হাতে তিনি অস্বস্তি বোধ করছিলেন।
কামিন্সের জায়গায় মিচেল মার্শকে সাদা বলের অধিনায়ক করা হতে পারে। এর আগে বছরের শুরুতে ভারত সফরের সময় কামিন্স পারিবারিক কারণে দেশে ফিরলে স্টিভ স্মিথ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪০