ডেস্ক নিউজ : বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার বেলা আড়াইটায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতেই বৃষ্টিতে ভিজে নয়াপল্টনে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
সরজমিনে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ার আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আগত নেতাদের কেউ কেউ ওই মঞ্চে অবস্থান নিয়েছেন। বৃষ্টির পানি জমে গেছে নয়াপল্টনসহ আশপাশের বিভিন্ন এলাকায়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, বৃষ্টির মধ্যেই একটার পর একটা মিছিল আসছে।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে বুধবার ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮