স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলে স্টেডিয়ামে গল টাইটান্স ও জাফনা কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে কানাডা থেকে উড়াল দিয়েছিলেন সাকিব। শ্রীলঙ্কায় এসে প্রথম ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি। ডাম্বুলা অরার বিপক্ষে ব্যাট হাতে ১৪ বলে ২৩ রান করার পর বল হাতে ২৫ রান দিয়ে নেন এক উইকেট। ওই ম্যাচে সাকিবের ইকোনমি রেটই ছিল সবচেয়ে কম। যেখানে গল জিতে সুপার ওভারে।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪