ডেস্ক নিউজ : শুক্রবার (৪ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে আসা দলটির নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারেক-জুবাইদা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “গত পরশু দিন আদালত বিচারের নামে মশকরা করেছে। বিচার বিভাগ এখন অবিচারের কারখানা। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিচার পাওয়া ‘আষাঢ়ে গল্প’।”দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জুবাইদা তো রাজনীতি করেন না।
তাকে কেন সাজা দেয়া হলো? প্রতিহিংসার কারণে প্রতিদিন মানুষের ওপর অত্যাচার করছে সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয়। সুতরাং এক দফার আন্দোলন সফল করতে হবে। সব অত্যাচারের বদলা নেব আমরা।’স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘এই পার্লামেন্ট ও সরকার ভুয়া! সরকার সংবিধানের দোহাই দিয়ে ধোঁকাবাজি করছে।’
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৫