আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি কুয়ালালামপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট হাসপাতালে ৪ দিন ভর্তি ছিলেন। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সংক্রমণের চিকিৎসার জন্য কুয়ালালামপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি হন মাহাথির। নাম না প্রকাশের শর্তে মাহাথিরের এক ঘনিষ্ঠ সহযোগী জানান, তাকে ‘পর্যবেক্ষণে’ রাখা হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অন্তত ২ বার হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তার হৃদযন্ত্রে ২ বার বাইপাস সার্জারিও করা হয়েছে। ২০২১ এর ডিসেম্বর ও ২০২২ এর জানুয়ারিতে কয়েকদিনের জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
মালয়েশিয়ার সাবেক নেতা মাহাথির (৯৮) দুই মেয়াদে মোট ২৪ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্ব দেওয়ার পর ২০১৮ সালে আবারও নতুন এক জোট গঠন করে ক্ষমতায় ফেরেন তিনি। অভ্যন্তরীণ কোন্দলে ২০২০ সালে জোট সরকারের পতন ঘটে।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৮