ডেস্ক নিউজ : প্রতিহিংসার কারণে সরকার প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (০৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘দুদকের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় ঘোষণার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের ওপর সরকার অসন্তুষ্ট। কারণ, তিনি দলকে সুসংগঠিত করেছেন। এ কারণে সরকার তারেক রহমানকে ভয় পায়। তাই তার নামে মিথ্যা মামলা সাজিয়ে এক মাসের মধ্যে সরকার রায় ঘোষণা করেছে।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন। এখন তার সুযোগ্য ছেলে তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে বিদেশে রেখেছেন। তবে তারেক জিয়া দেশে ফিরবেন এবং রাজনীতিতে সক্রিয় হবেন।
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৫