স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এরপরে তাদের সংসার জীবনও ভালোই চলছিল। বিয়ের আট বছর পরে তাদের সন্তান ইজান মির্জা মালিকের জন্ম হয়। এর কয়েকবছর পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
কিছুদিন ধরে শোয়েব-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে দুজনেই বিচ্ছেদের বিষয়ে চুপ থাকলেও তাদের কর্মকাণ্ড বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। এবার যেন সেই গুঞ্জন আরও উস্কে দিলেন শোয়েব। সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে স্ত্রী সানিয়া মির্জার নাম মুছে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটার। তাতে বিচ্ছেদের গুঞ্জনে যোগ হয়েছে নতুন প্রশ্ন।
কদিন আগেও ইনস্টাগ্রামের বায়োতে ‘হাজবেন্ড টু অ্যা সুপারউইমেন @মির্জাসানিয়া’ লেখা থাকলেও বর্তমানে সেটি নেই। এই অংশটুকু মুছে দিয়েছেন শোয়েব মালিক তার ‘রিয়েলশোয়েবমালিক’ অ্যাকাউন্ট থেকে। স্ত্রীর নাম মুছে নতুন করে শোয়েব লিখেছেন, ‘লাইভ আনব্রোকেন।’
এদিকে শোয়েবের এমন কাণ্ডে নেটিজেনরা ধারণা করছেন, এই দুই তারকার মধ্যে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে। যদিও এখন পর্যন্ত মুখ খুলেননি শোয়েব কিংবা সানিয়া। এর আগে নিজেদের জন্মদিনসহ বিভিন্ন মুহূর্তে তাদের আলাদা থাকতে দেখা গেছে। আর দীর্ঘদিন ধরে শোয়েব সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করলেও সেখানে স্ত্রীর ছবি দেখা যায়নি। যদিও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শোয়েব তাদের বিচ্ছেদের গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছিলেন।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১৮