ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডির পশ্চিম পাশ, সাতমসজিদ রোড, হাজারীবাগ ও রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস জানিয়েছে, আশেপাশের এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে কম চাপ অনুভব করতে পারেন।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:১৬