মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২ আগষ্ট) বুধবার সকালে ভূইয়ম উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ভূইয়ম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইশতিয়াক হোসেন শওকত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য মামুন মিয়া, অভিভাবক সদস্য মানিক মিয়া, অভিভাবক সদস্য রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম এবং শিক্ষক-শিক্ষকা ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১৮