স্পোর্টস ডেস্ক : বাঁধানো গোলক বলের ট্রফিটা আসবে ঢাকা, তাকে উপস্থাপনের যোগ্য স্থান তো চাই! এতদিন ঢাকার সেরা স্থাপনা বলতে ছিল জাতীয় সংসদ ভবন। ১৯৮২ সালে নির্মাণ শেষ হওয়া ভবনটিতেই ক্রিকেট বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল আগেরবারগুলোয়। তবে এবার বাংলাদেশের পরিচয় ভিন্ন, অর্জনও ভিন্ন। দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুতে এবার প্রদর্শনী ফটো স্যুট হবে ক্রিকেট বিশ্বকাপ ট্রফির।
আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে আসবে ৭ আগস্ট। প্রতি ওয়ানডে বিশ্বকাপের আগেই ট্রফির এমন ক্যাম্পেইন হয়ে থাকে। এর আগে সংসদ ভবনের সামনে ট্রফির ফটো স্যুট হয়েছিল। আইসিসি থেকেই নির্দেশনা দেয়া থাকে- যে দেশে ট্রফিটি যাচ্ছে সেখানের সবচেয়ে আইকনিক স্থাপনার সামনে যেন ছবি তোলা হয়। সেই প্রস্তাবনা থেকেই এবার বাংলাদেশের সবচেয়ে আইকনিক স্থাপনা পদ্মা সেতুতে হবে ট্রফির ফটো স্যুট। এছাড়া সাধারণ দর্শকদের দেখানোর ব্যবস্থা এবং জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফটো স্যুটের ব্যবস্থাও রাখা হবে।
কাল বিশ্বকাপ ট্রফির বাংলাদেশের সূচি জানানোর সময় বিসিবির সিইও নিজামউদ্দিন সুজন বলছিলেন, ‘এটা আইসিসিরই একটা চাহিদা যে, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের আইকনিক লোকেশনে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন, পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।’
কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৪