শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের স্কুল শিক্ষক শামীম ফকিরকে হত্যাচেষ্টার অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শামীমের বাবা আরশাদ ফকির বাদী হয়ে মঙ্গলবার নেত্রকোনা মডেল থানায় এ মামলা করেন। আহত শামীম ফকির নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের খামারের হাঁস গত ১৬ মে চুরি হয়। এ ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য অলি বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে পরদিন বারহাট্টা থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় অলি বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
অলি বিশ্বাস আদালত থেকে মুছলেকায় জামিনে ছাড়া পায়। কিন্তু দীর্ঘদিনেও পুলিশ চুরি যাওয়া সাড়ে সাতশ হাঁস উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো জামিনে ছাড়া পেয়ে অলি মামলার বাদী ও তাঁর লোকজনকে হুমকি, ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
এরই জের ধরে রোববার সকালে উপজেলার পাঁচপাই গ্রামে অলি বিশ্বাস, ভাই চন্দন বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন মিলে শামীমের ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিঠিয়ে হত্যার চেষ্টা চালায়। এলাকাবাসী তাকে উদ্ধারে করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শামীমের বাবা আরশাদ ফকির ওইদিন রাতে অলি বিশ্বাস, চন্দন বিশ্বাস, সাব্বির, নূরজাহান বেগম ও আলীর বিরুদ্ধে মঙ্গলবার নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১২