স্পোর্টস ডেস্ক : লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো। কিছুদিন আগেই যে ক্লাবে যোগ দিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কন্তের মতো তারকা। ২৯ বছর বয়সী ফাবিনিয়ো আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ৩ বছরের চুক্তিতে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই মিডফিল্ডারকে পেতে ৪ কোটি পাউন্ড লেগেছে সৌদি চ্যাম্পিয়নদের।
লিভারপুর সম্প্রতি জার্মানিতে ট্রেনিং ক্যাম্প করেছে। সেখানে দলের সঙ্গে যাননি ফাবিনিয়ো। পরে সিঙ্গাপুর সফরেও দলের অংশ ছিলেন না তিনি। তখন থেকেই তার দলবদল নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে গুঞ্জন সত্যি করে আনুষ্ঠানিক ঘোষণা এলো।
ব্রাজিলের হয়ে ২৯ ম্যাচ খেলা ফাবিনিয়ো ২০১৮ সালে মোনাকো থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। ৫ বছরে ইংলিশ ক্লাবটির হয়ে ২১৯টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১১টি। এই সময়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্প, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো শিরোপার স্বাদ পেয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২১