ডেস্ক নিউজ : জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম শফিকুজ্জামান বলেছেন, ভালোমানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করবে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এটি ৩১ জুলাই (সোমবার) থেকেই বাস্তবায়ন হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, বাজারে বিভিন্ন ধরনের মাংস বিক্রি হয়। আগে যখন সিটি করপোরেশন দাম নির্ধারণ করত তখন শুধুমাত্র গরুর মাংসের দাম নির্ধারণ করত না। কারণ মাংস এক রকমের না, অনেক রকমের রয়েছে। আজ বাজারে সবচেয়ে ভালোমানের গরুর মাংস যে দামে বিক্রি হচ্ছে সেটি এখন থেকে ৫০ টাকা কম দামে বিক্রি হবে। ভোক্তার ডিজির এই দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করলাম এবং অবশ্যই এটি প্রতিপালন করব।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে কর্মশালায় আরও অংশ নেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার হোসেন প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:৪৩