স্পোর্টস ডেস্ক : রোববার (৩০ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সে সময়ে তিনি এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প সম্পর্কে জানান।
এ দিকে বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের ডাক পাওয়ার বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, তারা ভালো খেলছে বলে কদর বেড়েছে। ভালো পারফরম্যান্সের কারণে সেখানে ডাক পাচ্ছে। বিষয়টি আমাদের ক্রিকেটের জন্য ভালো দিক। বিপিএলে ভালো করতে পারলে আরও অনেকেই বিভিন্ন দেশের টুর্নামেন্টে ডাক পাবে বলে আশা করি।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০০