স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকো মানেই উত্তাপ ছড়ানো একটা ম্যাচ। সেটা সান্তিয়াগো বার্নাব্যু, ক্যাম্প ন্যু কিংবা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। টানটান উত্তেজনার সেই ম্যাচ এবার ফিরেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে। দর্শক মাতানো সেই ম্যাচে শেষ হাসিটা বার্সেলোনার।
এটিএন্ডটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা।
খেলার ১৫ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় কাতালান ক্লাবটি। পেদ্রির বাড়িয়ে দেওয়া বলে গোল করেন দেম্বেলে।
সেই গোলে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৮৪ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়েছিল বার্সা। রিয়াল চেষ্টা করছিল সমতায় ফেরার। কিন্তু ৮৫ মিনিটে রবার্তোর এসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুপেজ মার্টিন। তাতেই রিয়ালের হার নিশ্চিত হয়ে যায়। কিন্তু ক্ষুধার্ত বার্সার যেন এতে মন ভরছিল না। শেষ সময়ে আরও এক গোল করেন ফেরান তরেস। এবার কারিগর দ্বিতীয় গোল করে মার্টিন।
তাতে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১:০৯