স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্রয়াত কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারের শেষ ক্লাব বোকা জুনিয়র্সে নাম লেখাতে যাচ্ছেন এডিনসন কাভানি। ইউরোপিয়ান দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছরের অধ্যায় শেষ করে গত মৌসুমে ভ্যালেন্সিয়ায় নাম লিখিয়েছিলেন কাভানি। কিন্তু ৩৬ বছর বয়সীকে কোনো ম্যাচেই খেলায়নি স্প্যানিশ ক্লাবটি।
লা লিগার ক্লাবটির সঙ্গে এই উরুগুয়াইন স্ট্রাইকারের চুক্তি শেষ হয়েছে গত মাসে।
বর্তমানে ফ্রি এজেন্ট থাকা চাইলে যেকোনো ক্লাবেই যেতে পারেন। এই সুযোগটাই নিয়েছে বোকা জুনিয়র্স।
কিছুদিন ধরেই কাভানির সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছিল আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনের ক্লাবটি। অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে।
রোমানার দাবি, খুব শিগগিরই বোকা জুনিয়র্স স্কোয়াডের একজন হতে যাচ্ছেন কাভানি। ইতোমধ্যে নাকি বুয়েন্স আয়ার্সের ক্লাবটির সঙ্গে মৌখিক চুক্তিতে পৌঁছেছেন আক্রমণভাগের এই ফুটবলার। এখন বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা।
রোমানো আরও জানিয়েছেন, বোকা জুনিয়র্সের সঙ্গে এক বছরের চুক্তি করবেন কাভানি। খেলবেন ২০২৪ সালের জুন পর্যন্ত।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪১