বিনোদন ডেস্ক : জন্মদিনে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী শফিক তুহিন। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) ‘আমি আছি’ শীর্ষক নতুন গানটি প্রকাশ করেন তিনি।
প্রীতম আহমেদের কথা ও সুরে গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। কলকাতার বিভিন্ন লোকেশনে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও।
শফিক তুহিন বলেন, খুব রোমান্টিক একটা গান। প্রীতম আহমেদ আমার ভালো বন্ধু। এর আগে তার সঙ্গে আমার কোনও গান করা হয়নি। এটাই একসঙ্গে প্রথম কাজ।
তিনি আরও বলেন, একজন রমণীর রূপ বর্ণনার পাশাপাশি প্রেম নিবেদনের বিষয়টি উঠে এসেছে গানের কথায়। শ্রোতারা আমার কাছে যে ধরনের গান শুনতে চান, এই গানটি ঠিক সে ধরনের। আমার মনে হয় গানটি টিকটক, রিলে ভাইরাল হবে।
গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার রোহান কুমার পাল। মডেল হয়েছেন বিনয় ও সুদীপা।
কিউএনবি/অনিমা/২৮ জুল৭