বিনোদন ডেস্ক : সংখ্যায় কম হলেও মানের দিক থেকে চলতি বছরের শুরু থেকেই ছক্কা হাঁকাচ্ছেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। ‘কাজলের দিনরাত্রি’ এবং সর্বশেষ ঈদে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ দিয়ে বাজিমাত করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’-এর পর নতুন সিরিজ নিয়ে হাজির হয়েছেন ভিকি জাহেদ ও মেহজাবীন জুটি।
বৃহস্পতিবার দুপুরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হয়েছে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। রহস্য, রোমান্স, ড্রামা, সাই-ফাই এবং থ্রিলারের মিশেলে নির্মিত এই সিরিজটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। আট পর্বের এই সিরিজে সায়েন্স ফিকশনের সঙ্গে শিহরন জাগানো টান টান উত্তেজনা আর টুইস্টে বুঁদ দর্শক। বিশেষ করে মেহজাবীনের দুর্দান্ত অভিনয় দেখে চোখ সরাতে পাচ্ছেন না দর্শক। পুরো সিরিজ জুড়েই যেন তিনি মুগ্ধতায় আচ্ছন্ন করে রেখেছেন। মেহজাবীন, জুনায়েদ বোগদাদি ও শ্যামল মাওলা তাদের অভিনয় দিয়ে পূর্বের কাজকে ছাড়িয়ে গেছেন বলে সোশ্যালে মন্তব্য করছেন দর্শক।
নতুন এই সিরিজে ঘটনার পটপরিবর্তন এবং অপ্রত্যাশিত সব টুইস্ট দর্শকদের ধরে রাখতে সক্ষম হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা আর রোমাঞ্চ ধরে রাখা গেছে পুরোপুরি। গল্প, নির্মাণশৈলী আর দুর্দান্ত সব পারফরম্যান্সের সমন্বয়ে অসাধারণ হয়ে উঠেছে ‘আমি কী তুমি’।
গল্পে দেখা যায়, একটি মেয়ের নায়িকার হওয়ার স্বপ্নে বিভোর থাকে। যাকে কোনোভাবেই তার পুলিশ বাবা অভিনয় করতে দেবে না। কিন্তু প্রেমিক সহকারী পরিচালকের মাধ্যমে মেয়েটি বিভিন্ন প্রযোজক ও পরিচালকের যায়। শুরু হয় মেয়েটির নতুন যাত্রা, যেখানে উঠে আসে সাইন্স ফিকশন! একদিন শহরে ক্রিস্টাল বল বৃষ্টি হয় আর এরপরে দর্শক পরিচিত হয় আরেকটি ইউনিভার্সের সঙ্গে যেখানে ঘটতে থাকে সব অদ্ভুত রকমের ঘটনা যা দর্শক মনে অনেকটা বিস্ময় জাগিয়েছে।
এমন ভিন্নধর্মী গল্পের সিরিজ দেখে দর্শক বলছেন, সত্যিই দেশে এর আগে এমন গল্পে সিরিজ নির্মিত হয়নি।
মেহজাবীন চৌধুরী বলেন, ‘মাত্রই তো রিলিজ হলো। তারপরও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। একদমই সায়েন্স ফিকশন না, কিন্তু অন্যান্য বেশ কয়েকটা জনরার সঙ্গে কিছুটা সাই-ফাই মিক্সড। এরকম জনরার কাজ তো আমাদের দেশে খুব বেশি একটা হয় না। দর্শকরা এটাকে পজেটিভলি নিচ্ছে এবং খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যারা দেখেছেন তারা তাদের ভালো লাগা, মন্তব্য শেয়ার করছেন ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে। এখন তো সবাই এসব মাধ্যমেই ফিডব্যাক প্রকাশ করেন, সেখানেই দেখছি। কনটেন্টটিতে দর্শক নতুনত্ব পেয়েছে। প্রত্যেকটা চরিত্রেই অনেকগুলো লেয়ার দেখতে পেয়েছে, সবার প্রশংসা করছে। দর্শকের আগ্রহ বাড়ছে, সিজন টু চাইছে।’
‘আমি কী তুমি’ সিরিজে গল্পের খাতিরে এমন কিছু বিষয় বা তথ্য যুক্ত করা হয়েছে, যেগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই। তাই সিরিজটি দেখার পর কেউ কেউ সেটা যাচাই করে নিচ্ছেন ইন্টারনেটে। এই বিষয়টিও আলাদাভাবে মেহজাবীনের ভালো লাগছে বলে জানালেন।
নির্মাতা ভিকি জাহেদ বলেন,‘এখন পর্যন্ত পজেটিভ রেসপন্স পাচ্ছি। এভারেজ গল্প থেকে বের হয়ে একটু অন্যরকম কিছু দেখাতে চেয়েছি। প্যারালাল ইউনিভার্স করাটা কিন্তু একটু কঠিন, এরকমটা আগে হয়নি আমাদের এখানে। দুইটা ইউনিভার্সের মাধ্যমে দুই জায়গার মানুষের যে পার্থক্য আছে সেটা নিয়েই একটা মেসেজ দিতে চেয়েছি। যারা দেখেছেন তাদের অনেকেই সেটা বুঝতে পেরেছেন।’
সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু, তৌহিদা তাসনিম তিফা প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৩৫