ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিষপান করেন ওই ছাত্রী। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। ঘটনার পর থেকে প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘটনার পরপরই ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ দ
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলেজছাত্রীর (২০) বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। তার বাবা প্রবাসী। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত প্রেমিক উৎসকান্তি দেবনাথ (২২) উপজেলার কাওরাইদ গ্রামের উৎপল দেবনাথের ছেলে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মা জানান, বিগত সাত বছর পূর্বে একটি বিয়ের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে ছেলের পরিচয় হয়। এর সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়া উঠে এবং চলতি বছরের মে মাসে ছেলে ঢাকার গিয়ে আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এভাবে কিছুদিন চলার পর আমার মেয়ের সঙ্গে টালবাহানা শুরু করে অভিযুক্ত উৎসকান্তি। বৃহস্পতিবার সকালে আমাকে না জানিয়ে ছেলের বাড়িতে চলে আসে আমার মেয়ে। এরপর ছেলে ও ছেলের মা আমার মেয়েকে পুত্রবধূ করবে না বলে জানিয়ে দেয়। এরপর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সে বিষপান করে। বিষয়টি আমাকে জানালে আমি ছুটে এসে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
শ্রীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১১:৪৯