স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌদ শাকিল। ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরে ডাবল সেঞ্চুরি করে সুখবর পেলেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।
আইসিসির ঘোষিত টেস্ট র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫তম পজিশনে আছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান সৌদ শাকিল।
আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে তিন ধাপ করে এগিয়ে শীর্ষ তিনে ফিরলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও ইংল্যান্ডের জো রুট।
ওল্ড ট্রাফোর্ডে ড্র হওয়া অ্যাশেজের চতুর্থ টেস্টে ৫১ ও ১১১ রানের দারুণ দুটি ইনিংসের সুবাদে বুধবার প্রকাশিত র্যাংকিংয়ের হালনাগাদে পাঁচ থেকে দুই নম্বরে উঠে এসেছেন লাবুশেন।
একই ম্যাচে ইংল্যান্ডের একমাত্র ইনিংসে ৮৪ রান করা রুট তিন ধাপ এগিয়ে এখন তিনে।
শীর্ষ স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ওল্ড ট্রাফোর্ডে ১৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলা ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৩৫ নম্বরে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (৯) এগিয়েছেন এক ধাপ।
বোলারদের র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে উঠেছেন লংকান স্পিনার প্রবাথ জয়সুরিয়া।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১০:৫০