আন্তর্জাতিক ডেস্ক : মায়ের আপত্তি সত্ত্বেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়ে রাগিনী। শেষ পর্যন্ত অবাধ্য মেয়েকে খুন করে উঠানে লাশ পুঁতে রাখলেন মা। আর সেই কাজে তাকে সাহায্য করল রাগিনীর দুই ভাই। সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের সীতামারি জেলায় এ ঘটনা ঘটে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সীতামারির মেলওয়ার গ্রামে বাড়ি ওই পরিবারের। মেয়ে রাগিনী একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পারে মেয়েকে বারবার নিষেধ করেন মা। কিন্তু রাগিনী নাছোড়বান্দা। শেষ পর্যন্ত দুই ছেলের সাহায্যে মেয়েকে খুন করেন মা। আর মরদেহ পুঁতে দেওয়া হয় বাড়ির পেছনের উঠানে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই নারীকে প্রশ্ন করেন। অসংলগ্ন জবাব দেওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে দোষ স্বীকার করেন অভিযুক্ত মা। জানান, তিনিই খুন করেছেন মেয়েকে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার দুই ছেলে পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, রাগিনীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাকে কীভাবে খুন করা হয়েছে তা পরিষ্কার হবে।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ৮:২৭