শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি দোকান ঘর আগুনে পুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. খায়রুল ইসলাম গত শনিবার একই গ্রামের হেলাল মিয়া, জাহাঙ্গীর মিয়াসহ ৩৩জনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গতকাল সাংবাদিকদের জানান অভিযোগকারী।
অভিযোগে জানা গেছে, জেলার মোহনগঞ্জের নোয়াগাঁও গ্রামের আবুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের হেলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া ও তাদের লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে গত ৫ জুলাই দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এ সময় বাধা দেওয়ায় হেলাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে ৩০-৩৫জন দেশীয় অস্ত্র নিয়ে খায়রুল ইসলাম, কাইয়ুম ও আবুল কালাম আজাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে গত ১১ জুলাই ফের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে।
হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়। মামলা করায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২১ জুলাই গভীর রাতে খায়রুল ইসলামসহ তিনটি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় দোকানের চারপাশ ঘিরে রাখে। কেউ কাছে ভিড়তে পারেনি। পড়ে যাওয়ার সময় সুযোগমত পেলে প্রতিপক্ষের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়।মোহনগঞ্জের নয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত আবুল কালাম আজাদ জানান,একই গ্রামের আবদুল মান্নান ও তার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধ কেন্দ্র করে তাদের বাড়িঘরে কয়েকদিন আগে হামলা লুটপাট ও ভাংচুর করেছিল প্রতিপক্ষের লোকজন। তাদের ভয়ে অনেক দিন ধরে তারা এলাকা ছাড়া ছিলেন।
এই সুযোগে তিনটি দোকান ঘরে আগুন দেয় তারা। এই সময় দোকান ঘরে থাকা ফ্রিজ, টিভি, চাল, ডাল, তেল,লবনসহ প্রায় তিন চার লক্ষ টাকার মালামাল সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২২