আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতি সংবাদমাধ্যম আল-কাবাস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে সংশ্লিষ্ট মাজেন আল-জাররাহ এবং নাওয়াফ আল-শালাহিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছিল আপিল আদালত। তবে কোর্ট অব ক্যাসেশন বা রদকরণ আদালত সেই রায় বাতিল করেছে।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৮