বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির তৃতীয় ভাগ আনছেন পরিচালক। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩’ নাকি মুক্তি পাবে সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সিরিজের তৃতীয় ভাগ নিয়ে হাজির হতে চলেছেন করণ জোহর। প্রত্যেকবারের মতোই এবারও তিনি লঞ্চ করবেন ‘ফ্রেশ ফেস’ ? কাকে দেখা যাবে ছবিতে? কবে মুক্তি? রইল সমস্ত তথ্য।
করণ জোহর আনছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩’
এবার শোনা যাচ্ছে কর্ণ জোহর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩’ দিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। সূত্রের খবর সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় কাপূরের কন্যা। এটিই তাহলে তার প্রথম ওটিটিতে কাজ হবে। শোনা যাচ্ছে সিনেমার ফ্র্যাঞ্চাইজিকে ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়ে ওয়েব সিরিজে পরিণত করবেন তিনি।
সূত্র: এবিপি আনন্দ
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ১০:৫০