আন্তর্জাতিক ডেস্ক : এক বন্ধুর সঙ্গে ঝর্ণা দেখতে গিয়েছিলেন যুবক। প্রকৃতির সৌন্দর্যে আপ্লুত হয়ে ইনস্টাগ্রাম রিলস বানানোর কথা ভাবেন তিনি। আর সেটাই যেন কাল হলো তার।
রিলস বানাতে ঝর্ণার পাশে একটি পাহাড়ি ঢিবিতে দাঁড়ান যুবক। দূরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে ছিলেন তার বন্ধু। হঠাৎ ঝর্ণার পানির স্রোতে ঢিবি থেকে পড়ে যান যুবক। আর এতেই মৃত্যু হয় তার।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কর্নাটকের শিবমোগ্গার কাছে আরাশিনাগুন্ডি ঝর্ণায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে আজ মঙ্গলবার।
পুলিশ জানিয়েছে, ওই যুবক ঢিবি থেকে পড়ে ঝর্ণার পানির স্রোতে ভেসে যান। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
এমনিতে রিলস বানাতে বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা কম নয়। গত নভেম্বরে কর্নাটকের বেলাগাভি জেলায় একটি ঝর্ণার কাছে সেলফি তোলার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় চার কিশোরীর।
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:৫৭