আন্তর্জাতিক ডেস্ক : জমি সংক্রান্ত মামলায় ঘুষ চেয়েছিলেন রাজস্ব বিভাগের সরকারি কর্মকর্তা। তবে দাবি করা টাকার একাংশ হাতে পেয়েই গিলে ফেলতে হলো তাকে। আর তা করলেন পুলিশের হাতে ধরা পড়ে। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের কাটনি এলাকায়।
পুলিশ জানিয়েছে,অভিযুক্ত সরকারি কর্মকর্তার নাম গজেন্দ্র সিংহ। তিনি মধ্যপ্রদেশের রাজস্ব দপ্তরের কর্মকর্তা। অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত মামলায় চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তির কাছে সাড়ে ছয় হাজারের বেশি ঘুষ দাবি করেছিলেন গজেন্দ্র। এ বিষয়ে অভিযোগ দিলে গজেন্দ্রের অফিসে তল্লাশি চালানো হয়।
জানা গেছে, দাবি করা ঘুষের টাকার একাংশ (প্রায় ছয় হাজার টাকা) গজেন্দ্রের কাছে তুলে দেন চন্দন। আর ঠিক সেই সময় দেখতে পান অফিসে পুলিশের উপস্থিতি। উপায় না পেয়ে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে চিবোতে থাকেন গজেন্দ্র। কিছু টাকা গিলেও ফেলেন।
গ্রেপ্তারের পর গজেন্দ্রকে নেওয়া হয় জেলা হাসপাতালে। সেখানে গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা উদ্ধার করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা গিলে ফেলার এ ঘটনায় হতবাক হয়ে গেছেন অনেকে।
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:৫৩