ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধি দল ডিএমপি হেডকোয়ার্টারে আসেন। এসময় ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী উপকমিশনার সৈয়দ মামুন মোস্তফার কাছে আবেদন জমা দেয় জামায়াত। আবেদন জমা দিয়ে জামায়াতের প্রতিনিধি দলের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন,
১ আগস্ট দুপুর ২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে অনুমতির আবেদন করে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে তাদের বলেছে পুলিশ।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:১৪