স্পোর্টস ডেস্ক : ওসাকায় প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আল নাসরের বিপক্ষে খেললেন এমবাপ্পে। ঠিকই পড়ছেন, এমবাপ্পে খেলেছেন পিএসজির হয়ে। তবে তিনি কিলিয়ান এমবাপ্পে নন। দলবদল নিয়ে পিএসজির কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ফ্রান্সের তারকা খেলোয়াড়কে জাপান-কোরিয়া সফরের দলে নিয়ে আসেনি পিএসজি। তাই তার খেলার কোনো সম্ভাবনা ছিল না।
তবে কিলিয়ানের ছোট ভাই ইথান এমবাপ্পেকে এনেছেন কোচ লুইস এনরিকে। আজ ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে মিডফিল্ডে ইথান এমবাপ্পেকে খেলান স্প্যানিশ কোচ। গোলশূণ্য ড্র হওয়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেছেন শুরু থেকে। তবে নেইমারকে দেখা যায়নি মাঠে। পায়ের ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও এখন পর্যন্ত মাঠে নামতে দেখা যায়নি তাকে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:১২