জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে পুকুরে ডুবে ঝুমকী রানি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা এগারোটার দিকে উপজেলার মহিষখোচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ঝুমকী রানি ওই এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে।
ওই এলাকার বাসিন্দা এডভোকেট কমল চন্দ্র রায় জানান, মহিষখোচা বাজার সংলগ্ন বাড়ি হওয়ায় ১১টা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বাজারের দোকানে চকলেট নিতে যায় ঝুমকী। যাওয়ার পথে রবি রাম মার্কেট সংলগ্ন পুকুরে সে পড়ে যায়। কিছুক্ষণ পর ঝুমকীর মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক চৌধুরী ধটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৮:২৪