স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৮। বিশ্বের কাছে নিজেকে মেলে ধরার অবারিত সুযোগ পড়ে ছিল। কিন্তু আয়েশা নাসিম সেসবের ধার ধারলেন না। পাকিস্তান নারী দলের এই বিস্ফোরক ব্যাটার বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আয়েশার এই সিদ্ধান্তের কারণে এশিয়ান গেমসের জন্য ঘোষিত পাকিস্তান নারী দলে তার নাম নেই।
ব্যক্তিগত কারণে আয়েশার ক্রিকেট ছেড়ে দেওয়া নিয়ে গুঞ্জন চলছিল সপ্তাহখানেক ধরেই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষে বিষয়টি নিশ্চিত করা হলো এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণার সময়। পিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান তানিয়া মল্লিক এক বিবৃতিতে বলেছেন, ‘পিসিবি আয়েশার অবস্থাটা বুঝতে পেরেছে এবং তার সিদ্ধান্তকে সম্মান করছে। আমরা আয়েশার ভবিষ্যৎ দিনগুলোর জন্য শুভকামনা জানাই’।
‘ধর্মীয় কারণে’ আয়েশা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আলোচনা রয়েছে। আয়েশা পাকিস্তানের হয়ে ৪টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২০ সালের মার্চে থাইল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয় তার। ওই বছর -টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০২৩ সালের আসরেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন। আয়েশা শুরু থেকেই তার পাওয়ার হিটিং ব্যাটিং দিয়ে নজর কাড়েন সবার। টি-টোয়েন্টিতে ১২৮.১২ স্ট্রাইক রেট নিয়ে তিনি ক্যারিয়ার শেষ করছেন। এই ফরম্যাটে যা পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সেরা।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ছক্কা হাঁকিয়েছেন আয়েশা। তার ওপরে কেবল নিদা দার। যদিও দারের দীর্ঘ ক্যারিয়ার, অন্যদিকে আয়েশা তার ক্যারিয়ার শেষ করলেন মাত্র তিন বছর মাথায়। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিসমাহ মারুফ। এশিয়ান গেমসে তাই নিদা দার পাকিস্তানকে নেতৃত্ব দেবেন। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এই প্রধান দায়িত্ব পেলেন তিনি।
বিসমাহ এশিয়ান গেমসে খেলবে না। গেমসের নিয়ম অনুসারে শিশু কন্যাকে সাথে নিয়ে যেতে পারবেন না। এ জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। পাকিস্তান মেয়েদের ক্রিকেট ইভেন্টে ২০১০ ও ২০১৪ সালের স্বর্ণজয়ী দল। সবশেষ দুই আসরে ক্রিকেট এ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল না।
এশিয়ান গেমসের জন্য পাকিস্তান নারী দল
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, অনুশা নাসির, ডায়ানা বেগ, ফাতিমা সানা, মুনিবা আলি, নাজিহা আলভি, নাশ্রা সাদ্ধু, নাতালিয়া পারভাইজ, উমাইমা সোহেল, সদাফ শামস, শায়াল জুলফিকার, সিদরা আমিন, আরুব শাহ ও উম্মে হানি।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩