স্পোর্টন ডেস্ক : ম্যানচেস্টার টেস্টটা ভাগ্যের কাছে হেরেছে ইংল্যান্ড। প্রথম তিন দিন খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। তবে বৃষ্টির কারণে শেষ দুই দিনে মাত্র ৩০ ওভার খেলা হয়। যার কারণে আর ফল পাওয়া সম্ভব হয়নি। প্রথম দুই টেস্ট জিতে অ্যাশেজে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এরপর অবশ্য তৃতীয় টেস্ট দাপটের সঙ্গেই জিতে সিরিজে ফিরেছিল স্বাগতিকরা। তবে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বাকি থাকা টেস্টটি হারলেও সিরিজ ড্র হবে।
অজি অধিনায়ক আরও বলেন, ‘দল হিসেবে আমরা গর্বিত যে ধরে রাখতে পেরেছি (অ্যাশেজ), তবে এই সপ্তাহটি আমাদের খুব ভালো যায়নি। অ্যাশেজ ধরে রেখে ভালো লাগছে। কিন্তু আমরা জানি, পরের সপ্তাহে বেশ কিছু কাজ আমাদের বাকি আছে।’২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে সিরিজ ড্র করে ট্রফিটি নিজেদের কাছে রেখেছে বেশ কয়েকবার। শেষবার ২০১৯ সালেও অ্যাশেজ নিজেদের কাছে ধরে রেখেছিল অস্ট্রেলিয়া, তবে সেবারও শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র করেছিল তারা।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/রাত ৮:৩৫