চারলেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
সোমবার, ২৪ জুলাই, ২০২৩
৭৫
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার(২৪ জুলাই) সকালে তিনি আশুগঞ্জ থেকে সড়ক পথে কাজের অগ্রগতি দেখে দুপুরে এসে পৌঁছান আখাউড়া স্থলবন্দরে।
পরে সাংবাদিকদের ভারতীয় হাই কমিশনার বলেন আখাউড়া -আশুগঞ্জ ফোরলেন মহাসড়ক প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে। আমি আশা করছি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন সড়কের কাজ দ্রুত শেষ হবে।
তিনি আরও বলেন, সড়কটি চার লেনে উন্নিত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যে গতি আগের চেয়ে আরো বাড়বে। মানুষে মানুষে যোগাযোগও বৃদ্ধি পাবে। দ্রুত সময়ের মধ্যে কিভাবে প্রকল্প শেষ করা যায় এসব পরিদর্শন করতেই সরেজমিনে প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করছি।এ প্রকল্পের কাজ শেষ করা হলে উভয় দেশেই লাভবান হবে তিনি মনে করেন।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক খালেদ সাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।